বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : দুর্নীতির মামলার আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও তথ্য ফাঁস করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানান। ফজলুল হক সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুসন্ধান ও তদন্ত-২ এ কর্মরত ছিলেন।
এ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।
দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো তালিকা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো লিস্ট করছি না। যাদের কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদেরকে বহিষ্কার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.