বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংবাদ পাঠক নিয়োগ দিয়েছেন দেশের বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন। নিয়োগ কৃত সংবাদ পাঠকের নাম তাসনুভা আনান শিশির।
.
স্বাধীনতার ইতিহাসের ৫০ বছরের মধ্যে এর আগে কখনো আর এই ধরনের ঘটনা ঘটেনি। এই বিষয়ে বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানায় যে, “বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা।
স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে হিজড়ারা অন্যতম”।
বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা দুলাল খান বলেন যে, ” বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার নারীকে।
আগামী সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন। বৈশাখী টেলিভিশনের এই কর্মকর্তা আরো বলেন যে, আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.