শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন জাকিয়া সুলতানা। রোববার (১৬ মে) তিনি যোগদান করেন। এর আগে গত ৯ মে জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয় সরকার।
শিল্প মন্ত্রণালয়ে যোগদানের আগে জাকিয়া সুলতানা জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
জাকিয়া সুলতানা ১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিটিউট (আইপিজিএমআর) থেকে অ্যানাটমি বিষয়ে ১৯৮৯ এবং ১৯৯১ সালে বিএসসি অনার্স (মেডিকেল) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.