বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জ থানায় গৃহ বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার ওই গৃহ বধূ নিজেই বাদী হয়ে ১৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় ওই মামলাটি দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী মেহেদি হাসান (২৫) কে গ্রেফতার করেছেন।
আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর(পশ্চিমপাড়া) গ্রামের মাহাবুল মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত মেহেদি হাসান প্রতিবেশি এক গৃহবধূ(২১)কে অশ্লীল কথা বার্তা বলা সহ কু প্রস্তাব দিত। তাতে ওই গৃহবধূ সাড়া না দেয়ায় সে সূযোগ খুজছিল। এমতাবস্থায় গত ১৫ আগষ্ট বেলা ১১ টার সময় ওই গৃহ বধূ তার শাশুড়ীকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে মেহেদি হাসান জোর করে তাকে জনৈক আতিয়ার রহমানের ফাঁকা বাড়ীতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বাড়ীর মালিকের ছেলে সেকেন্দার আলী ঘটনাস্থলে আসলে মেহেদি হাসান দরজা খুলে পালাতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.