নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী বাস উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজ এর উপর পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।
ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এ পাঠায় এবং নিহতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.