 
     নারায়ণগঞ্জের রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
নারায়ণগঞ্জের রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড পুলিশ বক্সের পাশ থেকে প্রথমে একজনের লাশ (৫৫) উদ্ধার করা হয়। অপরদিকে সানারপাড় পিডিকে পাম্প এলাকার রাস্তা থেকে আরেক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি- ওই দুই বৃদ্ধকে ৭-৮ দিন ধরে শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের নাম-পরিচয় জানতে চেষ্টা চলছে।
করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.