নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে ডেকে নিয়ে নির্যাতনের পর এক তরুণীকে (১৮) দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিহতের বাড়ির পেছনের বাগান থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ওই তরুণীকে কে বা কারা মোবাইলে ডেকে নেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.