বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত (৩২) নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির মালিকের চিৎকারে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.