কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি পিকনিক বাসে তল্লাশি করে প্রায় দুই লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসটিতে অভিযান চালায় র্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বাসের সিটের উপরে লাগেজ রাখার স্থানে ইয়াবা রেখে সেখানে টিন দিয়ে আটকে দেয়া হয়েছিল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বনভোজনের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। তবে আটকরা ইয়াবার বিষয়টি জানতেন বলে আমরা নিশ্চিত হয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.