প্রাইম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশিন কর্তৃক প্রাইম ইউনিভার্সিটির সদ্য নিয়োগপ্রাপ্ত মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: কাজী দীন মোহাম্মদ খসরু মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অদ্য ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: সকাল ১১.৩০ টায় ভার্সিটি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এলামনাই এসোসিয়েশিন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম সারওয়ার এবং সেক্রেটারি জেনারেল ইব্রাহিম খান এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় প্রাইম ইউনিভার্সিটির মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: আবদুর রহমান ও রেজিস্ট্রার ক্যাপ্টেন আবদুল জাব্বার (অব:) উপস্থিত ছিলেন।
সভায় এলামনাই এসোসিয়েশিন এর পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল এসোসিয়েশন এর প্রতিষ্ঠা থেকে এর কর্মকান্ডের সনক্ষিপ্ত চিত্র উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্যবৃন্দ ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন ও অগ্রগতির জন্য অনানুষ্ঠানিক ভাবে কিছু খোলামেলা আলোচনা করেন। সভায় অতি দ্রুত এলামনাই এসোসিয়েশিন এর নির্বাহী কমিটির সাথে ভিসি মহোদয়সহ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের একটি আনুষ্ঠানিক যৌথ সভা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষন করা হয়। মাননীয় ভিসি মহোদয় উপস্থিত এলামনাই নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে পাশে থাকার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.