হবিগঞ্জের চুনারুঘাটে একসাথে দুই বন্ধু বিষপান করে একজন নিহত ও অপরজন হাসপাতালে রয়েছে। সোমবার রাত ১২টার সময় উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় আব্দুল মন্নানের পুত্র মোশাহিদ (২৪) ও নিতাই মিয়ার পুত্র জয়নাল (২৫) নামে দুই যুবক এক সাথে বিষপান করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন দুজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট রেফার্ড করেন। পরে সিলেট নেওয়ার পথে মোশাহিদ মারা যায়। জয়নাল সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল ইসলাম জানান, কি কারণে দুই বন্ধু বিষপান করেছে তা তাদের পরিবারের লোকজন বলতে পারেনি। তবে শোনা যাচ্ছে মেয়ের সাথে প্রেমসংক্রান্ত বিষয়ের জন্য এই বিষপানের ঘটনা ঘটেছে। পুলিশ প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। জয়নালের লাশ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.