বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়। নিহত জুয়েত তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের আফজাল উদ্দিনের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লে. কর্নেল মাকসুদুল আলম। তিনি জানান তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে ভেসে আসা কাঠ, বাঁশ ও গাছ বাংলাদেশ সীমান্তে স্থানীয়রা সংগ্রহ করেন। শনিবার সকাল থেকে জুয়েল মিয়াও নৌকা নিয়ে অন্যদের এসব সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের ১০০ গজের ভেতরে চলে যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে গুরুতর আহত হন তিনি।ঘটনাস্থল থেকে স্থানীয়রা জুয়েলকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.