বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার করোনায় সংক্রমিত হয়েছেন।
রোববার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল এ তথ্য জানিয়েছেন।
খৃস্টফার হিমেল রিছিল জানান, গত শনিবার জ্বর এবং হালকা শ্বাসকষ্টে ভুগলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ইউএনও। রোববার পাওয়া রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হন। জ্বর-শ্বাসকস্টের পাশাপাশি তার মাথাব্যথাও রয়েছে। তিনি বর্তমানে সরকারি বাংলোয় আইসোলেশনে রয়েছেন।
করোনা সংক্রমণ শুরুর পর থেকেই নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার। কর্মহীন ও বন্যার্তদের মাঝে সরকারি সহায়তা বিতরণ, উপজেলাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে তার তৎপরতা জেলাজুড়ে প্রসংশা কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.