মোঃ ফারুক আহম্মেদ : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ২টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্টের কাস্টমস শুল্ক গোয়েন্দারা আটক করে।
বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, গতিবিধি সন্দেহের কারণে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার হয়। পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.