ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় দাখিল পরীক্ষা দিতে যাওয়ার সময় ছাত্রীকে অপহরণ করেছে কয়েকজন যুবক।
বৃহস্পতিবার ভালোবাসা দিবসের সকালে কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার পথে এ অপহরণের ঘটনা ঘটে। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
ওই মাদ্রাসার সুপার জানান, বৃহস্পতিবার সকালে ২০১৯ সালের দাখিল পরিক্ষার্থীরা কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় আসছিল। এ সময় শম্ভুপুর ইউনিয়নের ফরিদ পাটওয়ারীর ছেলে রাহাদ পাটওয়ারী ১০-১২ জন মিলে পরীক্ষার্থী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনা শুনে পুলিশকে জানানো হয়।
তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার পরপরই আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপহরণকারী ও মাইক্রোবাসের ড্রাইভার-মালিককে শনাক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.