শামসুজ্জামান ডলার :
চাঁদপুরের মতলব উত্তরে ৭৫ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২২ জুলাই রাতে উপজেলার মুদাফর গ্রামে অভিযান পরিচালনা করেন এসআই গোলাম মোস্তফা, এএসআই আবু হানিফ ও এএসআই সোহাগ মল্লিক ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে মোহনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন (৩১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং মন্ডলপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. জুবায়ের (২৭) কে দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের দুইজন মাদককারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের উভয়ের বিরুদ্ধে ৩ টি করে মাদক ও অন্যান্য মামলা রয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.