বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ১১ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবলীগের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জহির সরকারের সভাপতিত্বে ও মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, দেওয়ান মোঃ পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম।
আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনু, যুধীষ্টি চন্দ্র শীল, ক্রীড়া সম্পাদক আহসান মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সদস্য পিতুষ সাহা, মোঃ কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আরিফ হোসেন, মোঃ রোকন, মোঃ টুটুল পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির সরকারসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.