পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের উদ্যোগে “থ্রাইভিং ইন ভিএলএসআই এনালগ সারকিট ডিজাইন: এ লিডারশিপ অ্যান্ড এক্সিকিউশন পারসপেকটিভস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারি সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী। মূল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সিলভাকোর ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং আহমেদ শাহাদাতুল্লাহ মজুমদার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কেএম আকতারুজ্জামান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভির আহমেদ, লেকচারার নাইমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে মূল আলোচক আহমেদ শাহাদাতুল্লাহ মজুমদারকে সিএসই বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.