পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মাল্টিন্যাশনাল কোম্পানি জব প্রিপারেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমআইইউ বিজনেস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) উদ্যোগে এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন নিউ এরা ট্রেনিং অ্যাকাডেমির ডিরেক্টর (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (অব.) শেখ আজিম আল সাত্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিজনেস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) মডারেটর আশিকুন্নবি, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন, নিউ এরা ট্রেনিং অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট (অব.) দেবায়ন চক্রবর্তি, মেজর (অব.) ফজলে রাব্বী খান, ক্যাপ্টেন (অব.) নোশিন নাওয়ার, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী পরিচালক রফিকুল আমীন খান প্রমুখ।
এমআইইউ বিজনেস ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি তাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট আহমেদ মনসুর হোসেইন, জেনারেল সেক্রেটারি সাওদিয়া রহমান-সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
কর্মশালা শেষে এতে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.