 
     শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুজিব চর্চা যত আমরা করবো, তত আমরা আমাদের আত্মপরিচয় উপলব্ধি করতে পারবো। সে পরিচয় আমরা তত বেশি করে পাবো। তাই মুজিব চর্চা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুজিব চর্চা যত আমরা করবো, তত আমরা আমাদের আত্মপরিচয় উপলব্ধি করতে পারবো। সে পরিচয় আমরা তত বেশি করে পাবো। তাই মুজিব চর্চা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (২৯ আগস্ট) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা যেখানে সোনার মানুষ গড়ার হাতিয়ার, সে শিক্ষা যদি মুজিব চর্চাবিহীন হয়, তাহলে সে শিক্ষা সোনার মানুষ গড়ার হাতিয়ার হতে পারবে না। তাই শিক্ষার প্রতিটি স্তরে মুজিব চর্চা অত্যাবশ্যকীয়ভাবে আমাদের থাকা উচিত।
দীপু মনি বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত বেশি মুজিব চর্চা হবে, তত বেশি এই সমাজ সঠিক পথে থাকবে, কখনো পথ থেকে বিচ্যুত হবে না। মুজিব চর্চা যত আমরা করবো, তত আমরা আমাদের আত্মপরিচয় উপলব্ধি করতে পারবো। সে পরিচয় আমরা তত বেশি করে পাবো। তাই মুজিব চর্চা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বঙ্গবন্ধুর সমস্ত জীবন হচ্ছে সত্যের উপরে, বঙ্গবন্ধু জীবনে কখনো মিথ্যা উচ্চারণ করেননি। তিনি চাপের মুখে, জেল-জুলুম, ফাঁসির মুখে কখনো মাথা নত করেননি। সেকারণেই আমরা এদেশ পেয়েছি। আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, তাদের মুখে শুধু এটা বললে হবে না। সেটা মনের মধ্যে ধারণ করতে হবে, চিন্তা করতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. জি. এম মনিরুজ্জামানের উপস্থাপনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম।
সাধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.