বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী নৌকাবিহারে শুরু করেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। এর আগে রাত কাটালেন যে ঘরে সেখানেই জন্ম হয়েছিল ইন্দিরা গান্ধীর। সেই ঘরের একটি ছবিও ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা। স্বরাজ ভবনের ওই ঘরেই জন্ম হয়েছিল দাদী ইন্দিরা গান্ধীর।
রবিবার থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রয়াগরাজে তাঁদের পূর্বপুরুষদের বাড়িতেই রাত কাটিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা গান্ধী হিন্দিতে ট্যুইট করেছেন, “স্বরাজ ভবনে বসে আছি। সেই ঘরে যেখানে আমার ঠাকুমা ইন্দিরা জন্মেছিলেন। আমার ঠাকুমা রাতে আমাকে ঘুম পাড়ানোর সময় জোয়ান অব আর্কের গল্প বলতেন।
তিনি বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।” ১৯৩৬ সালের ১৯ নভেম্বরে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন এবং তাঁর শৈশবের দিনগুলো কেটেছিল এই স্বরাজ ভবনেই।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.