বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : রাজধানীর রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকার টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়ক নামে গলিতে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতো। সে একই এলাকায় থাকে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় দুর্বৃত্তরা ইয়াসিনকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.