অদ্য ০২/০৯/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ৪৩/৩ উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সোলেমান (২৫) ও ২। শিপন (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া গত ০১/০৯/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২২:০৫ ঘটিকায় র্যাব-১০ এর অপরন একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশিক মাহামুদ বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি চাকু, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৪৪৭/-(চারশত সাত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত পৃথক মামলা রুজু করা হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.