বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ও যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- বিল্লাল (৩৪)। তিনি বসুমতি পরিবহনের লাইনম্যানের কাজ করতেন।
দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান বলেন, নিহত বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় তিনি আহত হন।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিল্লালকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে নিহতের শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.