রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখরা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আবু তাহের (৪২)। এ সময় তার হেফাজত হতে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১০ সেপ্টেম্বর, ২০২০ যাত্রাবাড়ী থানার শনিরআখরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া কোতয়ালী জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদীন যাবত কৌশলে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.