শরীয়তপুরে আইনজীবীর চেম্বারে ঢুকে দুই ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তবে ওই চেম্বারের আইনজীবী অক্ষত রয়েছেন।
সোমবার দুপুরে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট শাহ আলমের চেম্বারে এই ঘটনা ঘটে।
আহত কবির চৌকিদার ও তার ভাতিজা সাকিল চৌকিদারকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাডভোকেট শাহ আলম বলেন, শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক চৌকিদারেরর ছোটো ভাই কবির চৌকিদার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে তার চেম্বারে যান।
“ওই সময় তাদের প্রতিপক্ষের লোকজন চেম্বারে যান এবং কবির চৌকিদারের সঙ্গে বিবাদে লিপ্ত হন। এরপর তারা কবির চৌকিদারকে কুপিয়ে এবং তার ভাতিজা সাকিল চৌকিদারকেও মারপিট করে আহত করে।”
পরে আইনজীবী নিজে ও তার সহকারীরা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান শাহ আলম।
পালং থানার ওসি আসলাম উদ্দিন বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে এখনও মামলা হয়নি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.