বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে ভেসে আসা একটি ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় কয়েকজন লাশগুলো দেখতে পায়। পুলিশ সেখান থেকে এসব মৃতদেহ উদ্ধার করে।
ট্রলারটি বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে। ট্রলার থেকে এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ওই ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ছয়জন ও জীবিত উদ্ধার দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ছয়জনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সমুদ্র সৈকতে ভেসে আসা ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।
ট্রলারটি বাংলাদেশ না মিয়ানমারের- তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.