পরিক্রমা ডেস্ক : সাইবার অ্যাটাক নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে দক্ষ প্রফেশনাল তৈরিতে যৌথভাবে কাজ করবে দীপ্তি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর সাইবার সিকিউরিটি সেন্টার। এ লক্ষ্যকে সামনে রেখে ০৯ জুলাই, ২০২৩ইং তারিখে ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারএর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান এর উপস্থিতিতে দীপ্তির নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস এবং সাইবার সিকিউরিটি সেন্টার এর পরিচালক মোঃ মারুফ হাসান সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে ঢাকায় দীপ্তির স্থায়ী ক্যাম্পাস, ড্যাফোডিল প্লাজায় হাই কনফিগার্ড ল্যাব এ দেশের শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি এক্সপার্টগণ সাইবার সিকিউরিটি কোর্স অন ইথিক্যাল হ্যাকিং এর অ্যাডভান্সড পেনিট্রেশন টেস্টিং কোর্স এ প্রশিক্ষণ প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.