ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে সুমাইয়া (৭) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার শৈলকূপা পৌরসভার সাতগাছি গ্রামে এঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের মো. সুজাল মন্ডলের মেয়ে। সুমাইয়া সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে শিশুটি হঠাৎ করে হাতে ব্যথা বলে চিৎকার শুরু করে। পরিবারের লোকের সাপের কামড় টের পেয়ে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড় ফুঁক শুরু করে। তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথিমধ্যে মারা যায় সুমাইয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.