
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র।
আগুনের তোড়ে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরণ হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.