 
     ক্ষমতার অপব্যবহার টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলার ট্রাস্ট ব্যাংক মুন্সিগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নগরীর নূরনগরের বাসা থেকে রোববার (১১ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়।
ক্ষমতার অপব্যবহার টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলার ট্রাস্ট ব্যাংক মুন্সিগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নগরীর নূরনগরের বাসা থেকে রোববার (১১ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা মাহমুদ গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়।
মামলার আরেক আসামি মুন্সিগঞ্জ শাখা ব্যবস্থাপক পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.