ডি-৮ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আজ সোমবার ডি-৮ বাণিজ্যিক সম্মেলনে নতুন সভাপতি হিসেবে শেখ ফজলে ফাহিমের নাম ঘোষণা করা হয়।
আজ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), টার্কিশ ইউনিয়ন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড কমোডিটি একচেঞ্জেস (টব) এবং ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ডি-৮ বাণিজ্যিক সম্মেলন। সম্মেলনটি আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দশম ডি-৮ সামিটের অংশ হিসেবে সাইডলাইনে আয়োজন করা হয়েছে। ৮ এপ্রিলের সামিটটির মূখ্য বিষয়বস্তু হবে বাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ, পর্যটন, আইসিটি, জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু।
এফবিসিসিআই এর তথ্যমতে, ডি-৮ এর মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগীতার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে সদস্য দেশগুলোর অবস্থান উন্নত করা, বাণিজ্যিক সম্পর্কের দ্বারা নতুন সুযোগ সৃষ্টি ও বৈচিত্রময় করে তোলা, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত-গ্রহণে নিজেদের অংশগ্রহণের হার বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.