বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : পুলওয়ামায় হামলার সঙ্গে পাকিস্তান জড়িত আছে, এমন কোনো প্রমাণ ভারত দেখাতে পারলে পাকিস্তান ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ‘আক্রমণ হলে’ ভারতকে ‘পাল্টা আক্রমণে’র প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
মঙ্গলবার একটি ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘যদি আপনারা (ভারত সরকার) ভাবেন আমাদের আক্রমণ করবেন, কিন্তু আমরা প্রতিশোধ নেয়ার চিন্তা করবো না, প্রতিশোধ নেব। আমরা সবাই জানি মানুষের হাতে যুদ্ধের শুরু হয়, কোথায় এটি আমাদের নিয়ে যাবে তা শুধু সৃষ্টিকর্তাই জানেন। সংলাপের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হওয়া উচিত।’
বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। তার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রোশে ফুঁসছে ভারতবাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ‘জবাব’ দেওয়ার কথা বলেছেন। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে দেশটি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। হামলার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও ইমরান নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
দেরি করে বিবৃতি দেয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাদের দেশে গুরুত্বপূর্ণ সফরে এসেছিলেন, আমি ব্যস্ত ছিলাম। তাই তখন কোনো মন্তব্য করতে চাইনি, কারণ তাতে সফর থেকে মনযোগ সরে যেত। ক্রাউন প্রিন্স চলে গেছেন, তাই এখন কথা বললাম।’
ভারতকে প্রস্তাব দিয়ে ইমরান বলেন, ‘আমি ভারত সরকারকে একটি প্রস্তাব দিতে চাই। যদি আপনাদের হাতে কার্যকর প্রমাণ থাকে আমাদের দিন। ব্যবস্থা নেব। তার মানে এটা নয় আমরা চাপে আছি, এটা আমাদের পলিসি।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.