বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : শহরের রাস্তায় ঘুরছে চিতাবাঘ। বাঘটি শহরের গলিতে গলিতে ঘুরতে থাকে। এতেই পুরো শহর ফাঁকা হয়ে যায় মুহূর্তেই। গৃহবন্দি হয়ে যায় কয়েক লাখ মানুষ। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলায়।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের রাস্তায় চারজনকে কামড় দিয়েছিল চিতাবাঘটি। বাঘ আতঙ্কে কয়েক ঘণ্টা শহরের অন্তত আট লাখ মানুষকে কার্যত গৃহবন্দি ছিল। দীর্ঘ ছয় ঘণ্টা পরে তাকে ধরে ফেলে বন্যপ্রাণী বিভাগের কর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘ আতঙ্কের একটি ভিডিও ছড়িয়ে পরে। যেখানে দেখা যায়, বাগানের কাছে বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ছে চিতা বাঘটি। সেটিকে দেখতেই সেখানে জড়ো হয়েছিলেন অনেক মানুষজন। পাঁচিলের উপর উঠতেও দেখা যাচ্ছে বাঘটিকে।
অনেকে ভয়ে মাঠ থেকে বাঘটিকে তাড়াতে ঢিলও ছোঁড়ে। এক ব্যক্তি মইয়ের উপর উঠে চিতাকে ধরার জন্য তার উপর একটি জাল ছড়িয়ে দিতে চেষ্টা করছিলেন, চিতাটি লাফিয়ে মই থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয়। যাদেরই বাঘটি হামলা করে, সকলেই গুরুতর আহত অবস্থায় এখন চিকিৎসাধীন।
পাঞ্জাবের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, চিতাবাঘটি কোনোভাবে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর ক্ষেত ও বন-জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে জাল ব্যবহার করে বাঘটিকে ধরতে চেষ্টা করে ব্যর্থ হলে রাবার বুলেট ছুড়তে বাধ্য হন তারা।
বন্যপ্রাণী বিভাগের কর্মীরা আরও জানিয়েছেন, অসংখ্য মানুষ চিতাবাঘ দেখতে ভিড় করেছে। ভয় পেয়ে নানাভাবে তারা বাঘটিকে উত্যক্ত করেছে। তাতে উদ্ধারকাজ আরও কঠিন হয়েছে। পুলিশ বাধ্য হয়ে জেলার কিছু সড়ক বন্ধও করে দেয়।
ওই কর্মকর্তারা বলেন, চিতাবাঘটিকে ধরার পর স্থানীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। চিতাবাঘটিকে নিয়ে কী করা হবে সে সিদ্ধান্ত নেয়ার আগে কয়েক দিনের জন্য সেখানে পর্যবেক্ষণে রাখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.