বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঘনিয়ে আসছে আইসিসি বিশ্বকাপ-২০১৯। আগামী ২৩ এপ্রিলের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে।
এরই মধ্যে বেশ কয়েটি দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসছে ১৫ এপ্রিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত।
সোমবার এক সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের দল ঘোষণা করার কথা রয়েছে।
এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। কোন ১৫ ক্রিকেটার ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে ইংল্যান্ড যাবে, এ নিয়ে গণমাধ্যমেরও আগ্রহ চূড়ায়।
সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা ক্রিকেটাররাই থাকবেন বিবেচনায়। তবে ব্যাটিংয়ের ৪ নম্বর স্থান নিয়েই যত জল্পনা-কল্পনা। অফ ফর্মের কারণে আম্বাতি রাইডুর সম্ভাবনা নেই বললেই চলে।
সম্প্রতি ভারত দলে অভিষেক হওয়া রিশাভ পান্তকেই সেই জায়গায় অনেকেই দেখছেন।
এছাড়া ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে লোকেশ রাহুলের নামও।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.