পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এক নম্বরে রয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ১৯০টি দেশের মধ্যে ৫০তম অবস্থানে। তিনি বলেন ভারত ও পাকিস্তান থেকে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। এ সরকারের আমলে ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে ছেলেদের তুলনায় মেয়েরা লেখা পড়ায় এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এসব হয়েছে।
বুধবার(৬ অক্টোবর) সকালে ছেংগার চর সরকারি ডিগ্ৰি কলেজ প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ক বই মেলার উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া। পাকা সড়কের দিক দিয়ে বাংলাদেশ এখন আমেরিকার চেয়েও এগিয়ে। তাই শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রাজনীতি তে পরিবর্তন হাওয়া বইছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রাথমিকের ৮৫ ভাগ শিক্ষক প্রশিক্ষিত। শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সে সাথে শিক্ষার্থীদের মাঝে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
মতলব গজারিয়ার সেতুর ডিজাইন অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সেতুর কাজ শুরু হবে।
এ সময় তিনি বলেন, মতলব থানায় কোনো ভাঙ্গা রাস্তা দেখতে চাইনা। দুর্নীতি দমনে সরকার কঠোর নজরদারি রাখছে। আইন তার নিজস্ব গতিতে এগিয়ে চলবে। মাস্তানির দিন শেষ। দ্বন্দ্ব,সংঘাত পরিহার করে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, মোটরসাইকেলে পেশী শক্তি না দেখিয়ে সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিন। আপনাদের আচরণ যেন জনগন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
পরে মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযুদ্ধ ভিত্তিক লাইব্রেরি ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
এছাড়াও দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থী, অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপবৃত্তি চেক বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড মো নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার গাজী শরীফুল হাসান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া ও ছেংগারচর সরকারি ডিগ্ৰি কলেজের সিনিয়র প্রভাষক মো. আহসান উল্লাহ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি ডিগ্ৰি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিন ঢালী।
অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মহসিন মিয়া, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার,মাহবুবুর রহমান সেলিম ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.