এর আগে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ভারতে আসন্ন লোকসভা নির্বাচন করবেন বলে খবর রটে। তবে সেই খবর ভিক্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। এবার রাজনীতির ময়দানে শোনা যাচ্ছে আরেক বলিসুন্দরীর নাম।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকাই অতীতে রাজনীতির মঞ্চে পা রাখেন। রাজনীতি ও সিনেমা দক্ষতার সঙ্গে সামলান তারা। তবে কেউ সফল হয়েছেন আবার কেউ ব্যর্থ। এবার এ তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম। আর তিনি হলেন মাধুরী দীক্ষিত।
গত বছরের জুনে ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যান মাধুরীর বাসায়। তাদের সেই সাক্ষাতের প্রসঙ্গ টেনে অনেকেই বলছেন, লোকসভা নির্বাচনে লড়ছেন মাধুরী দিক্ষিত।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাইলে মাধুরী বলেন, 'আগে বলুন এই খবরের সূত্র কী?'
অর্থাৎ রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়া বিষয়ে এখন পর্যন্ত খোলাসা করেননি তিনি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.