মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে মুজিব শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাত্তন ছাত্রদের পুর্নমিলনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ২৬ মার্চ দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী, দাতা সদস্যদের সম্মাননা, সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বিকালে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এনামুল হক রাঢীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতিঝিল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক আবু সালেহ মোহাম্মদ খুরশীদ আলম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য রফিক তালুকদার, মোশারফ হোসেন, ঢাকা ডার্ক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মহসিন মজুমদার, প্রতিষ্ঠাতা ইঞ্জি. আতাউর রহমানের স্ত্রী নাজমা রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মিজানুর রহমান শিকদার, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য গোলাম মোস্তফা সরকার, সাবেক শিক্ষক ও ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, প্রাক্তন ছাত্র আঃ ছামাদ, নাহিদুল ইসলাম, রশীদুল আলম, মাসুদ আলম, জিয়াউর রহমান রাসেল, বর্তমান ছাত্রী ফাইজা আক্তার প্রমুখ
.
..
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.