শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের কৃতি সন্তান ও আহসান গ্রুপের পরিচালক প্রকৌশলী এএসম কামরুল আহসান তৃতীয় বারের মত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি (সিআইপি) স্ট্যাটাস কার্ড পেয়েছেন।
রাজধানীতে বুধবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী মো. টিপু মুন্সির হাত থেকে তিনি সিআইপি কার্ড গ্রহন করেন।
আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান বলেন, আমার বাবা তৃতীয় বারের মতো সিআইপি হয়েছেন। তৈরি পোষাক রফতানিতে বিশেষ অবদানের জন্য সরকার কর্তৃক তিনি বাণিজ্য খাতে এই সর্বোচ্চ এ্যাওয়ার্ড লাভ করেন।
তিনি আরও জানান, বর্তমান সরকারের ডিজিটাল ও উচ্চ আয়ের দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। পোষাক শিল্পের উন্নয়ন ও স্বনাম ধরে রাখতে আহসান গ্রুপ বদ্ধপরিকর। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.