শামসুজ্জামান ডলারঃ
মতলবে এলইডি টিভি কাপ ফুটবল টূর্নামেন্ট ‘১৯ এর আজকের খেলায় ব্যাচ ২০২১ দলের জয়লাভ।
মতলব হিউ হোস্টেল মাঠে বৃহস্পতিবার বিকাল ৩টর ১ম খেলায় ব্যাচ ২০২১ ফুটবল দল বনাম ব্যাচ ২০২০ মুখোমুখি হয়। তীব্র প্রতীদ্বন্ধীতামূলক খেলা অবশেষে ৪-৩ গোলের ব্যবধানে ব্যাচ ২০২১ ফুটবল দল জয়লাভ করে।
ব্যাচ ২০২১ এর পক্ষে গোল করেন শাহাদাত ২ টি, জিহাদ ১ টি, রাকিব ১ টি। আর ব্যাচ ২০২০ এর পক্ষে গোল করেন সিফাত ২ টি আর রতন ১ টি।
মতলব ক্রিড়াঙ্গনের ঐতিহ্য দীর্ঘদিনের। মতলবে ফুটবল ও ক্রিকেটে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। যুব সমাজের সহযোগীতা নিয়ে এবারের এই এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করে ক্রিড়াবিদ ও ক্রিড়া সংগঠক ইব্রাহিম সুমন। টুর্নমেন্টে ১০টি দল অংশ গ্রহন করছে এবং টুর্নামেন্টটি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। খেলা দেখার জন্য মাঠে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন -ইব্রাহীম সুমন। সহকারী রেফারী ছিলেন জামিল ও সিফাত এবং ৪র্থ রেফারির দায়িত্বে ছিলেন মাসুম।
ব্যাচ ২০২০ ফুটবল দল – রতন, সিফাত, ইসরাফিল, আশিক, ইকরাম,জাহিদ, ইসমাঈল, ইফতি, শাকিল, সাকিব, অনিক, তানভীর, সাগর, রাফি।
ব্যাচ ২০২১ ফুটবল দল – রাশেদ, জিহাদ, হাসান, রাহিব, শাহাদাত, বিপ্লব, রাকিব, রাকিব ২, সোহেল, নাজমুল, হাসান, শিমুল,ওসামা, অভি।
আগামীকাল শুক্রবারের খেলা ফ্রেন্ডস জোন ২০১৮ বনাম জুয়েলার্স ইলেভেন।
বিকাল-৩ টায়
ব্যাচ-২০১৭ বনাম শুভেচ্ছা স্পোটিং ক্লাব।
বিকাল -৫ টায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.