শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলার পাঁচআনি উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচের উদ্যােগে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়।
এসো বন্ধু শপথ করি, অসহায় মানুষের সেবা করি এই শ্লোগান নিয়ে দেশের এ দুর্যোগ মূহুর্তে নিম্ন-মধ্যভিত্ত, অসহায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেনন গত মঙ্গলবার।
পাঁচআনী, সাতআনী, লতরদি, ডুবগী, কলাকান্দা এবং দেওয়ানকান্দি এলাকার শতাধিক পরিবারের সদস্যদের মাঝে মানবতার উপহার সামগ্রী বাড়িতে পৌঁছে দেন পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচের পক্ষথেকে কতিপয় ছাত্র-ছাত্রীবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাউল, ১ কেজি তৈল, ০১ কেজি মুড়ি, ০১ কেজি ছোলা, ০২ কেজি আলু এবং আধা কেজি করে মূসর ডাল ও খেজুর।
এসএসসি-২০০১ পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের পক্ষে
মাজহারুল ইসলাম (বাবু) প্রচার বিমূখ সংগঠনটির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান এবং অন্যান্য সামর্থবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.