শামসুজ্জামান ডলারঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হরিনায় ধরা পড়াল বিরল প্রজাতির চিতা বিড়াল। মঙ্গলবার (২৯ জুন) বিরল প্রজাতির একটি চিতা বিড়াল ধরেছে স্থানীয় লোকজন।
জানা যায়, মঙ্গলবার সকালে হরিনা চৌরাস্তা এলাকায় কয়েকটি কুকুর একটি চিতা বিড়ালকে তাড়া করছিল। পারে বিড়ালটি দৌড়ে সুজন লকরের দোকানে ডুকে পরে। এলাকাবাসী এসে সেটিকে ধরে ফেলে। এনিয়ে এলাকায় নানা জনের নামা মত প্রকাশ করেছে। কেউ বলছে বাঘের সাবক, কেউ বলছে চিতা বাঘের সাবক, আবার কেউ বলছে চিতা বিড়াল।
পরে সেটিকে মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে আসে।
এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল। এটি সনাক্ত করার জন ঢাকা ছবি পাটিয়েছি। ডা. আহসান হাবিব শামীম এটিকে চিতা বিড়াল বলে সনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, চিতা বিড়াল একটি বিরল প্রজাতি। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থ্য ভাবে ধরে এনেছে এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.