পবিত্র রমজানে দ্রব্যমূল্য মনিটরিংয়ের পাশাপাশি মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্য যাতে বাজারে না থাকে সেই লক্ষ্যে বুধবার এখলাছপুর বাজারে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় কয়েকটি দোকান থেকে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ বিভিন্ন পণ্য ও ক্ষতিকর দ্রব্যাদি জব্দ করা হয় এবং ৩ দোকান মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে দোকানে মূল্যতালিকা প্রদর্শন করা, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্য, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রয় হতে বিরত থাকা, চাল-ডালসহ সরকার নির্ধারিত বিভিন্ন পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং উপস্থিত ক্রেতাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন ও ক্রেতা সাধারন যাতে প্রতারিত না হয় সে জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.