ভাই মানিক মিয়া সহ অন্যান্য স্বজনরা দীর্ঘ সময় আত্মীয়-স্বজন, হাসপাতাল, হাট বাজার সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর, মাইকিং কি না করেছেন। কিন্তু কোথাও টেলি আক্তারকে খুঁজে না পেয়ে অবশেষে ৩ আগস্ট মতলব উত্তর থানায় একটি হারানো ডায়েরী করা হয়েছে, ডায়েরি নং ৮৫।
আনুমানিক ৪১ বছর বয়সী এই টেলি আক্তার মুখ দিয়ে খুব বেশি কথা বলতে পারে না। মাথার চুল ছোট ছোট, পরনে ছিল ছাপা কাপড়ের থ্রি-পিস। উচ্চতা আনুমানিক ৫ ফুটের কিছু বেশি, শারীরিক গঠন হালকা- পাতলা, গায়ের রং ফর্সা এবং মুখমন্ডল গোলাকার।
কোন হৃদয়বান ব্যক্তি যদি টেলি আক্তার এর সন্ধান পেয়ে থাকেন তবে ০১৬২৯- ২৯ ৭২ ৩০ নম্বরে যোগাযোগ করতে বিনীত ভাবে অনুরোধ করেছেন তার ভাই মানিক মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.