মতলব উত্তর (চাঁদপুর): আসন্ন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিন মিয়ার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ মে) বিকালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর নাছির উদ্দিন মিয়া।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময় করোনা মহামারী চলছে। সবাই স্বাস্থ্যবিধি মনে চলাফেরা করবেন। সরকারি নির্দেশনাগুলো মেনে চলবেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তিনি দেশবাসীর জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.