চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নাউরী বাজার সাব পোস্ট অফিসের নতুন ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে নাউরি বাজারস্থ জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাউরী সাব পোস্ট অফিসের নতুন ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ও সাধারণ মানুষের দোরগোড়ায় ডাক বিভাগের নতুন সেবা পৌঁছে দিতে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদোষ্টা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিরলস পরিশ্রমের ফলে বাংলাদেশে যে ব্যাপক ডিজিটাইজেশন হয়েছে তারই সুফল পাওয়া গেছে করোনার সময়ে। অফিসের মিটিং, স্কুলের ক্লাস, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্যসেবা সবকিছুতেই প্রযুক্তিগত উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. জাকারিয়ার সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. হারুনুর রশিদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মহিউদ্দিন, বাংলাদেশ ডাক কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ডাক বিভাগের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক (পরিকল্পনা) সালেহ্ আহাম্মদ, কুমিল্লা বিভাগের ডিপিএমজি মো. মোজাম্মেল হক, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের নির্বাহী প্রকৌশলী শামীমুুর রেজা, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) জাকির হোসেন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.