শামসুজ্জামান ডলারঃ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেফতার হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদুরভিটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ছিলেন, এসআই নাহিদ হোসেন, ফিরোজ আলম, এএসাই গোলাম মোস্তফা, এএসআই কাজী হাবিবুর রহমান, এএসআই আনিছুর রহমান চৌধুরী, এএসআই কামাল উদ্দিন, আবুল কালাম।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ দশানী গ্রামের জিন্নত আলী বেপারীর ছেলে মাদক সম্রাট মমিনুল হক বাবু (৩৫) কে ১০০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক মুল্য ৩ লাখ টাকা। একই এলাকায় পৃথক আরেক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আদুরভিটি গ্রামের শাহাবুদ্দিন প্রধানের ছেলে মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে (৪০) গ্রেফতার করা হয়। যার আনুমানিক মুল্য ৪ হাজার টাকা। তাদের সাথে মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকাও পাওয়া গেছে।
ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে। মতলব উত্তর থানাকে মাদকমুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.