শুক্রবার বিকালে মতলব উত্তর চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ন ফাইনালের নির্ধারিত সময় ২-২ গোলে অমিমাংসীতভাবে শেষ হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ইমন ফুটবল একাদশ রুবেল একাদশকে (৩-২) গোলের ব্যবধানে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে আজহার উদ্দিন মিন্টু এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে সুকুমার মন্ডল ও রাকিব হোসেন।
সন্ধ্যার পর চরকালিয়া ক্রিড়া সংস্থার অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা লিটন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ সরওয়ার ও বাকির হোসেন প্রধান, ফরাজীকান্দি ইউপি তথ্যকেন্দ্রের উদ্যোক্তা শাওন হাসান, রাসেল, সবুজ প্রমূখ।
ইমন ফুটবল একাদশঃ- ইমন, নাজমুল, আকাশ, সোয়েব, রিয়াদ, খবির, গাজ্জালি, মুন্না, অপি, মনি।
রুবেল ফুটবল একাদশঃ- রুবেল, রাসেল, শাহাদাত, মমিন, সুমন মুন্সি, ওয়াসিম, সুমন, কামাল, মনা, সাজ্জাদ, সবুজ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.