শামসুজ্জামান ডলারঃ মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবী ট্রাক ঘাট ও মালামাল উঠানামার জন্য নদীর পাড়ে একটি ঘাটলা পৌরসভার অর্থায়নে নির্মিত হচ্ছে। গত ২ সেপ্টেম্বর সোমবারে সেই সে স্থানে মতলব পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) আবুল বাসার পারভেছ এর উদ্যোগে বালু ও ভাংঙ্গা ইট ফেলার কাজ শুরু করা হয়েছে।
জানা যায়, মতলব বাজারে ব্যাবসায়ীদের মালামাল উঠানামার জন্য কোন ট্রাক ঘাট ও কোন ঘাটলা ছিল না। র্দীঘদিন মতলব পৌরসভাকে তা নিমার্ণের জন্য বনিক সমিতিসহ ব্যবসায়ীরা দাবী জানিয়ে আসছিল। অবশেষে মতলব বাজারের পশ্চিম দিকে সাবেক ফেরি ঘাটে ট্রাক ঘাট ও নদীর পাড়ে একটি ঘাটলা তৈরির কাজ শুরু করা হয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সে কাজ পরিদর্শন করেন মতলব পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) আবুল বাসার পারভেছ। এ সময় মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সভাপতির সভাপতি কাজী নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক সরকার, সহ-সভাপতি মতিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, ব্যাবসায়ী বিল্লাল ফরাজী,বালু ব্যাবসায়ী লোকমান হেসেনসহ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.