শামসুজ্জামান ডলারঃ
মতলব বাজার বণিক ও জনকল্যান সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৭ নভেম্বর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ রুহুল আমিন মতলব বাজার বণিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৪ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ নভেম্বর আপত্তি, ২১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের নিকট মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ। ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৯ ডিসেম্বর প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারী।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রশিদ। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ও নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.